কোষের গঠন ও কাজ

Show Important Question


21) প্রোটোপ্লাজম নামকরণ করেন প্রথম--
A) রবার্টসন
B) পারকিনজি
C) ফ্লাটে
D) রবার্ট হুক

22) নিম্নের কিসের জন্য উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের থেকে আলাদা--
A) নিউক্লিয়াস
B) সাইটোপ্লাজম
C) কোষ পর্দা
D) কোষ প্রাচীর

23) কোন কোষ অঙ্গাণুটি উদ্ভিদ কোষ ও প্রাণী কোষ উভয়েই বর্তমান?
A) গলগি বডি
B) সেন্ট্রোজোম
C) লাইসোজোম
D) ক্লোরোপ্লাস্ট

24) প্রাণী কোষে কোন কোষ অঙ্গাণু স্পিন্ডল তৈরি করে--
A) রাইবোজোম
B) সেন্ট্রোজোম
C) লাইসোজোম
D) মাইট্রোকন্ডিয়া

25) কোন উভচর প্রাণীর জিহ্বা নেই--
A) স্ফেনোডন
B) সালামন্দের
C) ইচথিওফিস
D) নেগটর্ন

26) বহু নিউক্লিয়াসযুক্ত প্রাণী কোষকে কি বলে?
A) সিনোসাইট
B) ফ্যাগসাইট
C) সিনসিটিয়াম
D) এরিথ্রোসাইট

27) নিম্নের কোনটি প্রাণী কোষে অনুপস্থিত--
A) কোষ পর্দা
B) কোষ প্রাচীর
C) সাইটোপ্লাজম
D) নিউক্লিয় পর্দা

28) সেন্ট্রোজোম থাকে—
A) উদ্ভিদকোশে
B) প্রাণীকোশে
C) আদি কোশে
D) আদর্শ কোশে

29) আত্মঘাতী থলি বলে—
A) রাইবোজোম
B) ডিকটিওজোম
C) এন্ডোপ্লাজমিক জালিকা
D) লাইসোজোম

30) কোষ প্রাচীরের মধ্যচ্ছদা তৈরি হয়--
A) প্রোটিন
B) সেলুলোজ
C) ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম প্যাকটেড
D) লিগনিন

31) ক্রোমোজোমের কোন অংশে গৌণ খাঁজ বর্তমান--
A) ক্রোমোমিয়ার
B) সেন্ট্রোমিয়ার
C) টেলোমিয়ার
D) নিউক্লিয়াস

32) পদাবিহীন কোশীয় অঙ্গাণু হল—
A) লাইসোজোম
B) সেন্ট্রোজোম
C) এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম
D) গলগিবডি

33) কোয়ান্টোজোম থাকে—
A) লিউকোপ্লাস্টে
B) ক্রোমোপ্লাস্টে
C) জ্যান্থোপ্লাস্টে
D) ক্লোরোপ্লাস্টে

34) নিচের কোনটি কেবল প্রাণী কোষে পাওয়া যায় ?
A) রাইবোজোম
B) সেন্ট্রোজোম
C) লাইসোজোম
D) গলগি বডি

35) “কোষ পর্দা” শব্দটি প্রথম কে প্রস্তাব করেন--
A) নাগেলি
B) সিঙ্গার ও নিকলসন
C) রবার্টসন
D) কোনোটিই নয়

36) উদ্ভিদ কোষ প্রাচীরের মুখ্য উপাদান
A) সেলুলোজ
B) পেপটাইড
C) লাইকেন সেলুলোজ
D) পেপটাইডোগ্লাইকেন

37) কোষ পর্দা নির্মিত হয়েছে--
A) ক্যারোটিন দ্বারা
B) লাইপোপ্রোটিন দ্বারা
C) কার্বোহাইড্রেট দ্বারা
D) লিগনিন দ্বারা

38) প্লাস্টিড ,মাইটোকনড্রিয়া লাইসোজোম প্রভৃতি গুলি লক্ষ্য করা যায় নিন্মের যে কোষে—
A) প্রোক্যারিওটিক কোষ
B) ইউক্যারিওটিক কোষ
C) মেসোক্যারিওটিক কোষ
D) সবকটি

39) আদর্শ কর্কট কোষ কোনটি--
A) হেলাকোশ
B) মেলানিন কোষ
C) হিস্টিওসাইট
D) কোনোটিই নয়

40) কোষ মতবাদ প্রবর্তন করেন--
A) হরগোবিন্দ খোরানা
B) স্লেইডেন ও সোয়ন
C) রবার্ট ব্রাউন
D) ডি ডুবে